Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৪

সচিব

ড. ফারহিনা আহমেদ

 সচিব 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 

 

ড. ফারহিনা আহমেদ ২২ মে, ২০২২ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। সরকারি চাকুরিতে সুদীর্ঘ ৩০ বছরের পথ পরিক্রমায় তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি বিসিএস  প্রশাসন একাডেমির পরিচালক এবং উক্ত একাডেমির সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত SEIP প্রকল্পে পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য ড. আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা।

 
ড. ফারহিনা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি অষ্ট্রেলিয়া এওয়ার্ড  স্কলারশীপ নিয়ে অষ্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী ও অষ্ট্রেলিয়ান লিডারশীপ এওয়ার্ড স্কলারশীপ নিয়ে RMIT বিশ্ববিদ্যালয়, অষ্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
 
ড. আহমেদ সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধীন রাওল ওয়ালেনবার্গ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস হিউম্যানিটারিয়ান ‘ল’ থেকে মানবাধিকার বিষয়ে এডভান্স কোর্স সম্পন্ন করেন। তিনি সুদীর্ঘ কর্মজীবনে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর ইত্যাদি রাষ্ট্র ভ্রমণ করেছেন।